রবিবার ২০ জুলাই ২০২৫ - ১১:২৯
ইরান-আজারবাইজান সম্পর্ক সুদৃঢ়: আরাস করিডোর শেষ পর্যায়ে

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তেহরান ও বাকুর মধ্যকার সম্পর্ক বর্তমানে অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার আজারবাইজানের শুশা শহরে শুরু হয় তৃতীয় শুশা গ্লোবাল মিডিয়া ফোরাম, যার প্রতিপাদ্য ছিল “ডিজিটাল পথ: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্য ও গণমাধ্যমের স্থিতিশীলতা জোরদারকরণ”।

এই আন্তর্জাতিক ফোরামে ৫২টি দেশের প্রায় ১৪০ জন প্রতিনিধি অংশ নেন। এতে অন্তর্ভুক্ত রয়েছে ৩০টিরও বেশি সংবাদ সংস্থা, ৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, প্রায় ৮০টি গণমাধ্যম সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ফোরামে অংশ নিয়েছেন বিদেশি গণমাধ্যম প্রতিনিধি ছাড়াও আজারবাইজানি সংবাদমাধ্যমকর্মী, বিশ্লেষক ও সরকারি কর্মকর্তারা।

ফোরামের সাইডলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, “তেহরান ও বাকুর সম্পর্ক অত্যন্ত ভালো। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার, এবং এ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি আমরা ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে খাঙ্কান্দি শহরে স্বাগত জানিয়েছি, যা ছিল একটি ইতিবাচক ঘটনা।”

আরাস করিডোর নির্মাণে অগ্রগতি
আরাস নদী হয়ে গড়ে ওঠা আরাস করিডোর নির্মাণ কার্যক্রম প্রসঙ্গে আলিয়েভ বলেন,“ এই করিডোর নির্মাণ ভালোভাবেই এগোচ্ছে। আজারবাইজানের অংশের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমরা ইরানি কোম্পানির শেষ কাজের অপেক্ষায় আছি।”

তিনি যোগ করেন, “আমরা আগবন্দ-কালালা-জোলফা করিডোরের গুরুত্বপূর্ণ অংশ ইতোমধ্যেই সম্পন্ন করেছি। আশা করছি, এ প্রকল্প চলতি বছরের মধ্যেই চালু করা সম্ভব হবে।”

রেল যোগাযোগের দিকেও অগ্রগতি
আজারবাইজানের প্রেসিডেন্ট আরও জানান, “ইরানি ভূখণ্ড থেকে জোলফা পর্যন্ত একটি রেলপথ নির্মাণ করা হচ্ছে, যা অচিরেই চালু হবে।”

ইরানি জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা
সাক্ষাৎকারের শেষাংশে প্রেসিডেন্ট আলিয়েভ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরানি জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha